ডা: মোখলেচুর রহমান ও শওকত হোসেন হিরনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

বরিশাল জেলা পরিষদের সাবেক প্রশাসক ডা: মোখলেচুর রহমান এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয়েছে।
রোববার রবিবার ১০ এপ্রিল বাদ জোহর বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে বরিশাল নগরীর সোহেল চত্ত্বর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাতে বরিশাল জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, মহানগর আ'লীগের সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসেন,মহানগর আ'লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম খোকন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আফজালুল করিম সহ বরিশাল জেলা ও মহানগর আ'লীগের নেতাকর্মীরা উপস্থতি ছিলেন।